Breaking News

রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক শেষে যা বললেন আসিফ নজরুল!

সবার সঙ্গে আলোচনা করে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তৈরিতে দলগুলো ঐক্যমতে পৌঁছেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারে আইন উপদেষ্টা আসিফ নজরুল।

আজ বৃহস্পতিবার জুলাই ঘোষণাপত্র প্রণয়নের প্রস্তুতির অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক শেষে এই কথা বলেন আসিফ নজরুল। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক হয়।

আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনরকম দূরত্ব হয় নাই। তিনি জানান, ঘোষণাপত্র নিয়ে দরকার হলে একটি কমিটি করা হবে। কমিটি দরকার হলে আবার সবার সঙ্গে আলোচনা করে ঘোষণাপত্র প্রণয়ন করবে।

এদিকে, সর্বদলীয় বৈঠকে অংশ নেয় জামায়েত ইসলামী, খেলাফত মজলিস, গণঅধিকার পরিষদ, গণ সংহতি আন্দোলন, জেএসডি, ইসলামী আন্দোলন ও হেফাজত ইসলামের প্রতিনিধিরা। বিএনপি আনুষ্ঠানিকভাবে বৈঠকে উপস্থিত না থাকলেও দলের অবস্থান জানাতে বৈঠকে ছিলেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ।

এর আগে, আওয়ামী লীগ সরকারের পতনের পর অভ্যুত্থান কেন্দ্র করে একটি ঘোষণাপত্র প্রকাশের ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। পরে সরকার জানায়, সব পক্ষের সাথে আলোচনা করে দেওয়া হবে গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র।

About admin

Check Also

বাংলাদেশের সীমান্তে গ্রেনেড নিক্ষেপের যে ব্যাখ্যা দিল বিএসএফ!

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। তবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *