Breaking News

দিনভর খোঁজাখুঁজি, ভোরে পাওয়া গেল মরদেহ!

বরিশালের গৌরনদীতে নিখোঁজ শিশু সাফওয়ানের (৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোর ৬টার দিকে জমি থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়। শিশু সাফওয়ান উপজেলার মধ্য হোসনাবাদ গ্রামের ইমরান শিকদারের ছেলে।

সাফওয়ানের স্বজন ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে দাদা বাড়িতে বেড়াতে এসে বুধবার দুপুর ২টার দিকে স্থানীয় বাচ্চাদের সঙ্গে খেলতে গিয়ে নিখোঁজ হয় সাফওয়ান। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে গৌরনদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন দাদা বারেক শিকদার। ভোর ৬টার দিকে স্থানীয় মান্না বেপারীর বিল্ডিংয়ের পেছনের একটি জমির মধ্যে শিশু সাফওয়ানের মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুর মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, শ্বাসরুদ্ধ করে শিশু সাফওয়ানকে হত্যা করা হয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি ইউনুস মিয়া বলেন, ‘নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। পুরো বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সূত্রঃ আরটিভি

About admin

Check Also

বাংলাদেশের সীমান্তে গ্রেনেড নিক্ষেপের যে ব্যাখ্যা দিল বিএসএফ!

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। তবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *