Breaking News

সাইফ আলী খানকে ছুরিকাঘাত, চাঞ্চল্যকর তথ্য জানাল পুলিশ!

বলিউড তারকা সাইফ আলী খানের বাড়িতে মধ্যরাতে প্রবেশ করে ছুরিকাঘাত করা হয়েছে। পরিবারের সদস্যরা সবাই যখন ঘুমাচ্ছিলেন, তখনই ভয়ংকরভাবে হামলা করা হয় তার ওপর। পরে গুরুতর জখম অবস্থায় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় তাকে। আপাতত সেখানেই চিকিৎসা চলছে তার।

এ ঘটনায় নানা প্রশ্ন উঠেছে। বিশেষ করে হামলাকারীদের নিয়ে। এরমধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, কীভাবে তারা বাড়িতে প্রবেশ করলেন? মুম্বাই পুলিশ জানিয়েছে, তারকার বাড়ি থেকে বের হওয়ার জন্য আপৎকালীন দরজা ব্যবহার করেছিল দুষ্কৃতিকারী।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার (জোন ৯) দীক্ষিত গেডাম জানিয়েছেন, সাইফকে হামলার ঘটনায় এক দৃষ্কৃতিকে শনাক্ত করা হয়েছে। সিসিটিভির ফুটেজে তাকে ওই আবাসনের সিঁড়িতে দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চুরির উদ্দেশ্যেই এসেছিলেন তিনি। তবে তাকে এখনো গ্রেপ্তার করা যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বুধবার (১৫ জানুয়ারি) মধ্যরাতে সাইফকে হামলার পর বৃহস্পতিবার ভোরে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এ কারণে আগেই নায়কের বাড়ির তিন কর্মীকে আটক করা হয়েছে। পুলিশ ফুটেজ দেখে জানিয়েছে, বুধবার রাতে নয়, দৃষ্কৃতিকারী আগেই বান্দ্রা এলাকার ওই অভিজাত আবাসনে প্রবেশ করেছিল। শুরুতে ধারণা করা হয়েছে কোনো গৃহকর্মীকে রক্ষা করতে গিয়ে আক্রান্ত হয়েছেন বলিউড তারকা।

বান্দ্রা থানা পুলিশ জানিয়েছে, সাইফ-কারিনার বাড়ির গৃহকর্মী ইলিয়ামা ফিলিপ আলিয়াস লিমা গত রাত ২টার দিকে ওই দুষ্কৃতিকে প্রথম দেখতে পান। তখনই চিৎিকার করেন, নিজেকে রক্ষা করার জন্য সবাইকে সচেতনের চেষ্টা করেন। তখন ঘর থেকে বেরিয়ে আসেন সাইফ। দুষ্কৃতিকারীর সঙ্গে হাতাহাতি হয় তার। তখনই ধারালো অস্ত্র নিয়ে আঘাত করা হয় অভিনেতাকে।

পুলিশ জানিয়েছে, সাইফকে দু-তিনবার কুপিয়েছে দুষ্কৃতি। এরপর পালিয়ে যায় সে। তারপর তারকা পরিবার থেকে পুলিশকে জানানো হয় বিষয়টি। তবে তার শরীরে আঘাতের চিহ্ন ছিল ছয়টি। এর মধ্যে দুটি খুবই গভীর। এ সময় গৃহকর্মী লিমাও আক্রান্ত হয়েছেন। তার ডান হাতের কবজিতে আঘাত লেগেছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী কর্মকর্তারা।

সূত্র: আরটিভি

About admin

Check Also

বাংলাদেশের সীমান্তে গ্রেনেড নিক্ষেপের যে ব্যাখ্যা দিল বিএসএফ!

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। তবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *