Breaking News

ভারতের ৮ জওয়ান নি’হ’ত!

ভারতের মধ্যাঞ্চলীয় রাজ্য ছত্তিশগড়ে মাওবাদী বিদ্রোহীদের পুঁতে রাখা বোমার বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর ৮ জন জওয়ান এবং একজন গাড়ি চালক রয়েছেন। সোমবার (০৬ জানুয়ারি) ছত্তিশগড়ের বিজাপুর জেলায় এই প্রাণহানির ঘটনা ঘটে।

এনডিটিভির খবর অনুযায়ী, ছত্তিশগড়ের বিজাপুর জেলায় মাওবাদীরা একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ব্যবহার করে একটি গাড়ি উড়িয়ে দেয়ায় আটজন জওয়ান এবং একজন গাড়ি চালক নিহত হয়েছেন। নিহতরা একটি অভিযান শেষে ক্যাম্পে ফেরার পথে সোমবার দুপুর ২টা ১৫ মিনিটের দিকে বস্তারের কুত্রু এলাকায় এই ঘটনা ঘটে।

এর আগেস আজ নিরাপত্তা বাহিনী ছত্তিশগড়ের আবুজমাড় অঞ্চলে মাওবাদীদের ওপর হামলা চালিয়ে পাঁচজন বিদ্রোহীকে হত্যা করে। তাদের মধ্যে দুজন নারীও ছিল। অভিযানের পর স্বয়ংক্রিয় অস্ত্র যেমন একে ৪৭ এবং সেলফ-লোডিং রাইফেল উদ্ধার করা হয়েছে। এই অভিযান শেষে জওয়ানরা ফিরে আসার সময় বিদ্রোহীরা তাদের লক্ষ্য করে এই হামলা চালায়।

নিহত আটজন নিরাপত্তা কর্মী জেলা রিজার্ভ গার্ডের সদস্য ছিলেন। ওই রাজ্যে মাওবাদ দমনের জন্য একটি বিশেষ পুলিশ ইউনিট।

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই বিস্ফোরণটিকে “জঘন্য” এবং “দুঃখজনক” ঘটনা হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি সাহসী জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, যারা তাদের জীবন উৎসর্গ করেছেন এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এই হামলার বিষয়ে বিস্তারিত তদন্ত ও মূল্যায়ন করা হচ্ছে। আমি নিশ্চিত করছি, আমাদের জওয়ানদের আত্মত্যাগ বৃথা যাবে না। সরকার নকশালবাদ নির্মূলে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।

মুখ্যমন্ত্রী আরও জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ২০২৬ সালের মার্চের মধ্যে মাওবাদীদের নির্মূল করার লক্ষ্য ঘোষণা করেছেন। তিনি বলেন, আমি নিশ্চিত, তখন পর্যন্ত বস্তারের পাঁচটি নকশাল-প্রভাবিত জেলা থেকেও নকশালবাদের অবসান ঘটবে এবং এলাকায় শান্তি ফিরে আসবে।

বস্তারের আইজি সুন্দররাজ পাট্টিলিংগম জানান, অভিযানের পর ক্যাম্পে ফেরার সময় জওয়ানদের লক্ষ্য করে এই হামলা হয়। তিনি বলেন, গত দুই-তিনদিন ধরে আমরা এলাকায় অভিযান চালাচ্ছিলাম। এই অভিযানে পাঁচজন মাওবাদী এবং একজন নিরাপত্তা কর্মী নিহত হয়েছে।

কয়েক দশক ধরে চলা মাওবাদীদের বিদ্রোহে ভারতে ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। মাওবাদী বিদ্রোহীরা ভারতের খনিজ সমৃদ্ধ মধ্যাঞ্চলীয় ওই রাজ্যের প্রান্তিক আদিবাসীদের অধিকারের জন্য বছরের পর বছর ধরে সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ সালে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ছত্তিশগড়ে অন্তত ২৮৭ বিদ্রোহী নিহত হয়েছেন।

About admin

Check Also

ভারতের গোপন কিলিং মিশন, ওয়াশিংটন প্রতিবেদনে উঠে এলো ভয়ংকর তথ্য!

দক্ষিণ এশিয়ার দুই চিরশত্রু দেশ ভারত ও পাকিস্তান। জন্মলগ্ন থেকেই এই শত্রুতার সূত্রপাত। এই পর্যন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *