বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেওয়া ড. মিজানুর রহমান আজহারীর একটি পুরনো বক্তব্য নতুন করে ভাইরাল হয়েছে। ভিডিওটি ইউটিউবে প্রকাশিত হওয়ার পরই তা ব্যাপক সাড়া ফেলেছে।
ভিডিওতে দেখা যায়, একটি ওয়াজ মাহফিলে আজহারী বলেন, “নেতা হতে হলে ভাষণ দিতে জানতে হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ ছিল একটি ঐতিহাসিক উদাহরণ। ওই ভাষণ আজও আমাদের কানে বাজে। তিনি বলেছিলেন, ‘এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম। রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেবো। এদেশের মানুষকে মুক্ত করেই ছাড়বো, ইনশাআল্লাহ।’”
আজহারী আরও যোগ করেন, “আমার নেতা আমাদের ইনশাআল্লাহ শিখিয়ে গেছেন। বঙ্গবন্ধু ছিলেন একজন সত্যিকারের ক্যারিশমেটিক নেতা। এরকম নেতা বাংলাদেশ আর কখনো পায়নি।”