ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় সড়কের পাশে পড়ে থাকা মরদেহের পরিচয় মিলেছে। মরদেহটি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আরিফুর রহমান (৪৫)।
বুধবার (১ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন তারাকান্দা থানার ওসি মো. টিপু সুলতান। নিহত আরিফুর রহমান লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক এবং ৬ নম্বর কেরুয়া ইউনিয়ন পরিষদের সদস্য। তার বাবার নাম মো. রফিকুল ইসলাম।
তিনি জানান, নিহত আরিফুর রহমান রড-সিমেন্টের ব্যবসা করতেন বলে জানা গেছে। তিনি মঙ্গলবার রাতে ঢাকার উত্তরা যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন বলে জানিয়েছেন তার স্ত্রী মুক্তা বেগম।
রায়পুর থানার ওসি মো. নিজাম উদ্দিন বলেন, গত ৫ আগস্টের পর থেকে আরিফুর রহমান পলাতক ছিলেন। তিনি হত্যা, চাঁদাবাজি, ডাকাতি ও মারামারিসহ পাঁচটি মামলার আসামি। এলাকায় তিনি ডাকাত হিসেবে বহুল পরিচিত। এ ছাড়া সাধারণ মানুষ তাকে নির্যাতনকারী হিসেবে চিনেন। শুনেছি ময়মনসিংহে তার মরদেহ উদ্ধার হয়েছে। তবে এ নিয়ে অফিসিয়ালি আমার কাছে কোনো তথ্য নেই।
এর আগে, বুধবার সকালে উপজেলার ১ নম্বর তারাকান্দা ইউনিয়নের পিঠাসূতা চৌরাস্তা সংলগ্ন পাকা সড়কের পাশে পড়ে থাকা অবস্থায় আরিফুর রহমানের মরদেহ উদ্ধার করে পুলিশ।
তারাকান্দা থানার ওসি মো. টিপু সুলতান জানান, ধারণা করা হচ্ছে- পরিকল্পিতভাবে আরিফুর রহমানকে হত্যা করে মরদেহ ফেলে গেছে হত্যাকারীরা। কিন্তু কেন বা কীভাবে এই ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
এদিকে ঘটনার খবর পেয়ে ময়মনসিংহ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) মো. মাকসুদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।