Breaking News

দুর্ঘটনায় মারা গেছেন হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী শাওন? যা জানা গেল…

দুর্ঘটনায় মারা গেছেন শাওন, এইরকম এক নিউজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, খবরটি গুজব। তিনি দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার বড় ছেলে নিষাদ হুমায়ূনকে নিয়ে নিউমার্কেটে শপিং করতে গিয়েছিলেন তিনি। রাস্তা পার হওয়ার সময় অটোরিকশা সজোরে ধাক্কা দেয় অভিনেত্রীকে। দুর্ঘটনায় বাঁ পায়ে গুরুতর চোট পান শাওন। দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় শ্যামলীর ট্রমা সেন্টার অ্যান্ড এও অর্থোপেডিক হাসপাতালে। বিষয়টি নিশ্চিত করেছেন শাওন নিজেই।

আজ রবিবার ‘ঘটনা খুবই সরল ও অনাড়ম্বরপূর্ণ’ শিরোনামে এক ফেসবুক পোস্টে শাওন বলেন, ‘বড় ব্যাটা নিষাদ হুমায়ূনকে নিয়ে গিয়েছিলাম নিউমার্কেট, তার বাবার প্রিয় বাজারে। সুন্দরভাবে কাজ শেষ করে গাড়ির কাছে ফিরছিলাম। জুম্মার সময়, দুপুর ১টা ৫৫… নিউমার্কেটের ভিতরের অংশের চলাচলের রাস্তায় বসা মুসল্লিদের নামাজ প্রায় শেষের দিকে। রাস্তা একদম ফাঁকা। ডান-বাম ভালো করে দেখে যে-ই না রাস্তা পার হওয়া ধরেছি, কোথা থেকে মাটি ফুঁড়ে এলো “বাংলার টেসলা”খ্যাত এক ইঞ্জিন চালিত রিকশা! কোনোরকম বেলের টুংটাং না করে “আআআপুউউউ… সরেএএএন!” বলে ডাক দেওয়া আর কিছু বুঝে ওঠার আগেই ৩ যাত্রীসহ চালক মহাশয় এক সজোর ধাক্কা দিলেন! প্রবল বেগের সেই ধাক্কায় আমি ৩৬০ ডিগ্রি ঘুরে রাস্তায় পড়ে গেলাম আর “বাংলার টেসলা”র পেছনের চাকা আমার বাম পায়ের ওপর দিয়ে চলে গেল।’

তিনি আরও বলেন, ‘“টেসলা”র চালককে ধন্যবাদ। তিনি পালিয়ে না গিয়ে নিজের দোষ কিছুটা স্বীকার করেছেন। আশপাশ থেকে ছুটে আসা মানুষদের ধন্যবাদ নানা জ্ঞান দিয়ে আমাকে সাহায্য করার চেষ্টার জন্য। কৃতজ্ঞতা সেই চা দোকানদারের প্রতি, যিনি নিজ দোকানের ফিল্টার পানির জার পুরোটা ঢেলে আমার পায়ে তাৎক্ষণিক আরাম দিয়েছেন।’

দুর্ঘটনার সময় শাওনের সঙ্গে নিষাদ ছাড়াও সন্তানসম অর্পিতা নামের একটি মেয়ে ছিল। তাকে ধন্যবাদ জানিয়ে অভিনেত্রী বলেন, ‘আর অর্পিতা, তুই সঙ্গে না থাকলে কীভাবে যে ওই সময়টুকু সামলাতাম জানি না। চোখের সামনে থেকে অন্ধকার সরার পর দেখলাম নিজের পুরো শরীরের ভার তোর ওপর ছেড়ে আমি ঢলে পড়েছি, আর তুই ঠাণ্ডা মাথায় আমাকে হাসপাতালে নেওয়ার জন্য গাড়িতে তোলার চেষ্টা করছিস, পাশাপাশি ঘটনার আকস্মিকতায় নার্ভাস হয়ে পড়া নিষাদকে সামাল দিচ্ছিস! শুধু মুখে মুখে “শাওন মা” না… তুই আমার শক্তপোক্ত মেয়ের দায়িত্বই পালন করে দেখালি। তোর শাওন মা হিসেবে আমি গর্বিত ও শুকরিয়া।’

সবশেষ অভিনেত্রী শারীরিক অবস্থার আপডেটও দিয়েছেন। জানিয়েছেন, বর্তমানে তিনি সুস্থ আছেন। পা ভাঙেনি, তবে পেশি ও কোমল টিস্যু ক্ষতিগ্রস্ত হয়েছে। আর পাজুড়ে করা হয়েছে প্লাস্টার।

About admin

Check Also

২০ তারিখ বাংলাদেশে কি ঘটাতে চাইছে ভারত? যা জানা গেল…

গেল কদিন থেকেই বাংলাদেশ ভারত সীমান্ত উত্তেজনার মধ্যেই এবার সেই উত্তেজনায় ঘি ঢাললো বিজেপি নেত্রী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *