কক্সবাজারের চকরিয়া থানা সেন্টার মসজিদের বাথরুম থেকে এক বৃদ্ধ মুসল্লির লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে এশারের নামাজের সময় ওই মুসল্লির লাশ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
মারা যাওয়া মুসল্লির নাম নুরুল ইসলাম (৬২)। তিনি চকরিয়া পৌরসভার পশ্চিম বাটাখালী গ্রামের বাসিন্দা।
পুলিশের ধারণা, প্রকৃতির ডাকে সাড়া দিতে ওই বৃদ্ধ মুসল্লির হয়তো বাথরুমে ঢুকেন। এ সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (স্ট্রোক) মারা গেছেন।
প্রত্যক্ষদর্শী মুসল্লিরা জানান, আজ শুক্রবার এশারের নামাজের সময় ওই বৃদ্ধ নামাজ পড়তে গিয়ে অজু করার আগে মসজিদের বাথরুমে প্রবেশ করেন। কিন্তু অনেকক্ষণ ধরেই তিনি ভেতরে অবস্থান করায় সন্দেহ হয়।
পরে ভেতর থেকে ওই তার লাশ উদ্ধার করা হয়।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অরূপ কুমার চৌধুরী জানান, থানা সেন্টার জামে মসজিদের বাথরুমে ওই মুসল্লি স্ট্রোক করে মারা গেছে বলে মনে হচ্ছে। খবর পেয়ে তার লাশ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।