Breaking News

কলেজছাত্রকে জিম্মি করে চাঁদা দাবি, তিন ভুয়া সমন্বয়ক আটক

রাজশাহীতে এক ছাত্রকে জিম্মি করে চাঁদা আদায়ের চেষ্টাকালে ৩ সমন্বয়কে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। পরে জানা যায় তারা ভুয়া সমন্বয়ক। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর উপশহেরর পুলিশ ফাঁড়ির নিকট থেকে তাদের আটক করে।

আটককৃতরা হলেন- রাজশাহী কলেজের পলিটিক্যাল সাইন্স এর শিক্ষার্থী শাহাদত হোসেন, বাংলাদেশ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী জাহিদুল ইসলাম ও শহিদ বুদ্ধিজীবী সরকারি কলেজের শিক্ষার্থী আকাশ হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় ভুক্তভোগী শিক্ষার্থী ফাহিম হোসেন নগর ভবনের নিকট অবস্থান করছিলেন। এসময় শাহাদত হোসেনসহ কয়কজন সেখানে উপস্থিত হয়ে নিজেদের সমন্বয়ক পরিচয় দিয়ে ফাহিম ছাত্রলীগ করতেন, এমন অভিযোগে তাকে তুলে নিয়ে যান। নগর ভবন থেকে ফাহিমকে নগরীর উপশহর এলাকায় সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের বাসার পাশের পরিত্যক্ত স্থানে নিয়ে যাওয়া হয়।

ফাহিমের অভিযোগ, তাকে মারধোরের পর মুক্তির জন্য ১ থেকে দেড় লাখ টাকা দাবি করে। এসময় ফাহিমের বন্ধুরা বিষয়টি স্থানীয়দের জানালে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে কথিত সমন্বয়কদের সম্পর্কে খোঁজখবর নেন। জানতে পারেন তারা প্রকৃত সমন্বয়ক নন। পরে স্থানীয়রা তাদের পুলিশে সোপর্দ করেন।

এ ব্যাপারে নগরীর বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ মেহেদী মাসুদ জানান, আমরা ঘটনাটি তদন্ত করছি। খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।
সূত্র: চ্যানেল২৪

About admin

Check Also

বাংলাদেশের সীমান্তে গ্রেনেড নিক্ষেপের যে ব্যাখ্যা দিল বিএসএফ!

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। তবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *