শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে এই ঘটনা ঘটে।
সংঘর্ষে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাস্তায় ব্যারিকেড দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী।
সরেজমিন দেখা যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে। সাউন্ড গ্রেনেডের আঘাতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে কোন শিক্ষার্থী আহত হয়েছেন কিনা তা জানা যায়নি।