Breaking News

ওবায়দুল কাদেরের পালিত পুত্র গ্রেফতার

বাড্ডা থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পালিত ছেলে বলে পরিচয় দেওয়া এক যুবক। গতকাল বুধবার রাত দেড়টার দিকে রাজধানীর গুলশান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, ওবায়দুল কাদেরের পালিত পুত্র বলে পরিচয়দানকারী আসাদুজ্জামান হিরুকে গোপন তথ্যের ভিত্তিতে গুলশান থানা পুলিশের স্পেশাল টিম গ্রেপ্তার করে। তিনি ৫ আগস্ট পরবর্তী বাড্ডা থানায় হওয়া মামলায় গ্রেপ্তার হয়েছেন।

ছাত্র–জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের। ওইদিনই ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পর একে একে মামলা হয় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে। গ্রেপ্তার হন অনেকে।

আওয়ামী লীগের দ্বিতীয় শীর্ষ নেতা ওবায়দুল কাদের ৫ আগস্টের পরও বেশ কিছু দিন দেশে থেকে পরে ভারতে পালিয়ে গেছেন বলে এরই মধ্যে তথ্য এসেছে। তবে এ নিয়ে নিশ্চিত কোনো কিছু জানা যায়নি এখনও। অন্তর্বর্তী সরকার বলেছে, যদি কাদেরের অবস্থানের তথ্য জানা যেতে, তবে তাঁকে গ্রেপ্তার করা হতো।

About admin

Check Also

হাসিনার কথা মনে পড়ল ট্রাম্পের! বাংলাদেশ নিয়ে নতুন বার্তা

বাইডেন সরকারের বাংলাদেশ নীতির প্রধান পরিকল্পনাকারী হিসেবে পরিচিত মার্শা বার্নিকাটকে বিদেশ দপ্তরের পদ ছাড়ার নির্দেশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *