কারাগারে বৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
ঢাকা কলেজের শিক্ষার্থী মো. শামীমকে হত্যাচেষ্টা মামলায় বুধবার (১৫ জানুয়ারি) রিমান্ড শুনানির জন্য তাদের আদালতে হাজির করা হয়।
এদিন পলকের পক্ষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম.এ আজহারুল ইসলামের আদালতে রিমান্ড শুনানিকালে একটি আবেদন করেন পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি।
আবেদনের শুনানিকালে তিনি বলেন, আড়াই মাস ধরে কারাগারে তার পরিবারের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না। তিনি বৈষম্যের শিকার। তাকে অন্তত পরিবারের সঙ্গে ফোনে কথা বলতে দেওয়ার অনুরোধ করছি।
এ সময় বিরোধিতা করে মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আসামি পলক। নিরাপত্তার স্বার্থে তাকে এখন ফোনে কথা বলতে দেয়া হচ্ছে না। ফোনে কথা বলতে দিলে তিনি দেশবিরোধী ষড়যন্ত্র করতে পারেন। তাই তাকে ফোনে কারো সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না। শুনানি শেষে বিচারক আসামি পলকের কারাগারে ফোনে কথা বলার আবেদন নামঞ্জুর করেন। একইদিনে পলকের চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।
পরে তিনি শুনানি শেষে আদালত থেকে কোর্ট হাজতে যাওয়ার পথে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, কারাগারে আমি বৈষম্যের শিকার। আমাকে কারাগারে কথা বলতে দেওয়া হয় না। ১০ মিনিটিও কথা বলতে দেয় না। আমি কারাগারে বৈষম্যের শিকার। মানুষের যে মৌলিক মানবাধিকার আছে, সেটা আমার ক্ষেত্রে লঙ্ঘন করা হচ্ছে।