সিলেট মহানগরীর এমসি কলেজ মাঠে জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারীর তাফসিরুল কোরআন মাহফিল শুরু হয়েছিল হজরত শাহজালাল, শাহপরান (রহ.) ও সিলেটবাসীর প্রশংসার মাধ্যমে। তবে শেষের চিত্রটা ছিল সম্পূর্ণ ভিন্ন। কিছুটা বিরক্তি নিয়ে সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে শেষ হয়েছে মাহফিল।
লক্ষাধিক শ্রোতার সমাগমের এই মাহফিলের শুরু ও শেষের চিত্র কেন ভিন্ন ভিন্ন ছিল?— এ নিয়ে প্রশ্ন জেগেছে অনেকের মনে। সিলেট প্রতিনিধি সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করে জানিয়েছেন—
শনিবার (১১ জানুয়ারি) জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারীর তাফসীর মাহফিল ঘিরে সিলেটের এমসি কলেজ মাঠে জড়ো হয়েছিলেন লক্ষাধিক শ্রোতা। বিপুল সমাগমের কারণে মাহফিল পরিচালনায় বেগ পেতে হয় মিজানুর রহমান আজহারীকে।
মঞ্চের ঠিক সামনের সারিতে উপস্থিত শ্রোতাদের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। বেশ কয়েকবার পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে ব্যর্থ হন মাওলানা আজহারী। শেষ পর্যন্ত মোনাজাতের মাধ্যমে মাহফিল সংক্ষিপ্ত করেন।
মোনাজাত শুরুর আগে অনেকটা বিরক্তির সুরেই মিজানুর রহমান আজহারী বলে উঠেন, ‘সিলেট আজকে কী করছো এটা মনে থাকবে’।
মাহফিল শুরুতে মাওলানা মিজানুর রহমান আজহারী সিলেটবাসী ও মাহফিলের আয়োজন সংশ্লিষ্টদের প্রশংসা করেন। এ সময় তিনি বলেন, সিলেটের কথা বললেই হযরত শাহজালাল ও শাহপরাণের নাম চলে আসে। অনেক আল্লাহর ওলীরা এখানে শুয়ে আছেন। তিনি বেশ কয়েকজন প্রয়াত আলেমকে স্মরণ করেন। সিলেটের মানুষের আঞ্চলিক ভাষায় তিনি উপস্থিত শ্রোতাদের জিজ্ঞেস করেন, (আপনারা কিতা কররা,ভালানি) আপনারা কেমন আছেন? ভালো?
মাহফিল চলাকালে মঞ্চের সামনের সারি থেকে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটলে আজহারি বেশ কয়েকবার থামানোর চেষ্টা করেন। ধাক্কাধাক্কি, হট্টগোল শুরু হলে তিনি বলেন—
ওকে আমি বিদায় নেই। তোমরা যা দেখালে। এই ধাক্কা আসে কীভাবে! কোরআনের মাহফিলে এরকম বাধা দিতো আবু জেহেলের উত্তরসূরীরা। তোমরা তো শাহজালাল,শাহপরানের উত্তরসূরী। তোমরা এরকম করছো কেন?
অনেকটা বিরক্তির স্বরে তিনি বলেন, এটা পরিকল্পিতও হতে পারে। লক্ষ লক্ষ লোক এখানে আছে। এরপর বেশ কিছুক্ষণ মাহফিল চলে। মাহফিলের শেষ দিকে আবারও ধাক্কাধাক্কি ও হট্টগোল শুরু হলে তিনি মোনাজাত পরিচালনা করে মাহফিল শেষ করেন।
প্রসঙ্গত, ২০২০ সালে দেশ ছাড়ার পর পাঁচ বছর পর মাহফিলের মঞ্চে ফিরেছেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। শুক্রবার (২৭ ডিসেম্বর) কক্সবাজারের পেকুয়ায় বৃহত্তর সাবেক গুলদি তাফসিরুল কোরআন মাহফিলে অংশগ্রহণের মাধ্যমে দেশের মাহফিলের মঞ্চে দেখা যায় তাকে।
এর আগে ২০২০ সালের শুরুতে মাহফিল বন্ধ রেখে মালয়েশিয়ায় পাড়ি জমান মাওলানা মিজানুর রহমান আজহারী। ২০২০ সালের ২৯শে জানুয়ারি নিজের ফেসবুক আইডিতে লেখেন, ‘পারিপার্শ্বিক কারণে এবং গবেষণার জন্য’ তিনি আগামী মার্চ পর্যন্ত সব ওয়াজ মাহফিল বন্ধ রেখে মালয়েশিয়া যাচ্ছেন।
২০২০ সালে দেশ ছাড়ার পর গত চার বছর আর দেশে ফেরেননি মাওলানা মিজানুর রহমান আজহারী। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটলে ২ অক্টোরব দেশে ফেরেন তিনি। এক সপ্তাহ দেশে থেকে আবারো মালয়েশিয়ান যান। এবার ২৬ ডিসেম্বর দেশে ফিরে মাহফিলে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। দেশের প্রত্যেকটি বিভাগে মাহফিলে অংশ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
সূত্র : ঢাকা পোস্ট