জুলাই ঘোষণা থেকে সরে দাঁড়াল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কেন্দ্রীয় শহিদ মিনারে আজ মঙ্গলবার জুলাই ঘোষণাপত্র করতে চেয়েছিল তারা। তবে কেন্দ্রীয় শহিদ মিনারে তাদের ডাকা গণজমায়েত অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠমুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।
তিনি বলেন, ‘৫ আগস্ট সারা দেশের মানুষ রাস্তায় নেমে এসেছিল। আগামীকাল সারাদেশ এবং ঢাকার মানুষ একইভাবে রাস্তায় নেমে আসবে। অন্তর্বর্তী সরকার আমাদের প্রক্লেমেশনের ব্যাপারে সম্মতি দিয়েছে। আমরাও এর পক্ষে সমর্থন জানাই। সরকারের পক্ষ থেকে প্রক্লেমেশন আসবে, তবে আমরা যে কর্মসূচি দিয়েছি শহিদ মিনারে- আমাদের বিপ্লবীদের একত্রিত হওয়া বন্ধ হয়ে যাবে না।’
আজ জুলাইন ঘোষণাপত্র প্রকাশ করা হবে কি না- এমন প্রশ্ন করলে আব্দুল হান্নান মাসউদ কোনো উত্তর না দিয়ে প্রক্লেমেশনের পক্ষে কার্যালয়ের বাইরে মিছিল করা হবে জানিয়ে দ্রুত সংবাদ সম্মেলন স্থান ত্যাগ করেন।