বাংলাদেশে ২০২০ সালে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর মার্চে লকডাউন শুরু হয়। ভাইরাসের বিস্তার রোধে এবং জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে পর্যায়ক্রমিক এবং সময়ভিত্তিক লকডাউন শুরু করে সরকার। বিশেষ করে লকডাউন সম্পর্কে আমাদের ধারণার উৎপত্তি তখন থেকেই। কিন্তু সাম্প্রতিক সময়ে চীন ও ভারতে নতুন ভাইরাসের শঙ্কায় জনমনে প্রশ্ন জাগছে- ‘লকডাউন’ কামব্যাক করবে নাতো?
সম্প্রতি চীনে নতুন ভাইরাসের খবরে ফের উদ্বেগ দেখা দিয়েছে সাধারণ মানুষের মনে। কারণ চীনে ভাইরাসের সংক্রমণ খবর কানে এলে প্রথমেই চোখে ভেসে ওঠে করোনার ভয়াবহতা। এনডিটিভি জানিয়েছে, দেশটিতে হিউম্যান মেটাপনিমোভাইরাস (এইচএমপিভি) নামে একটি ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে।
দেশটির স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর বিভিন্ন পোস্টে বলা হচ্ছে, নতুন এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে। এর ফলে হাসপাতাল এবং শ্মশানগুলোতে চাপ বাড়ছে বলেও দাবি করা হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা গেছে, হাসপাতালে ভিড় বেড়েছে। কয়েকজন জানিয়েছেন, ইনফ্লুয়েঞ্জা এ, এইচএমপিভি, মাইকোপ্লাজমা নিউমোনিয়া এবং কোভিড-১৯ সহ একাধিক ভাইরাস চীনে ছড়িয়ে পড়ছে।
এদিকে নতুন এ ভাইরাস এরইমধ্যে ভারতেও ছড়িয়েছে। এনডিটিভি সোমবার জানিয়েছে, এইচএমপিভিতে ৩ শিশু আক্রান্ত হয়েছে। দুই, তিন ও আট মাস বয়সী তিন শিশুর দেহে এই ভাইরাস শনাক্ত হয়েছে। যার উপসর্গ কিংবা লক্ষণ করোনাভাইরাসের কাছাকাছি ধরনের।
প্রতিবেদনে আরও বলা হয়, তিন মাস বয়সী শিশুটিকে হাসপাতাল থেকে রিলিজ করে দেওয়া হয়েছে এবং আট মাস বয়সী শিশুটি কর্ণাটকের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। সে-ও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। আর আরেক শিশুও হাসপাতালে ভর্তি। এর মধ্য দিয়ে এই প্রথম ভারতে এই ভাইরাসের সংক্রমণ হলো।
সুত্রঃ news24bd.tv