শেখ হাসিনার বিরুদ্ধে যে ঐক্য সৃষ্টি হয়েছে সেই ঐক্য বিনষ্ট করলে দেশ ও জনগণের ক্ষতি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির অন্যতম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
সোমবার দুপুরে রাজধানীর সূত্রাপুরে অবিভক্ত ঢাকার সাবেক মেয়র মরহুম সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
বিএনপির এই তরুণ নেতা বলেন, গতকাল একটি বৃহৎ বক্তার মুখে শুনলাম একদল খেয়ে গিয়েছে। আরেক দল খাওয়ার জন্য বসে রয়েছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই- এই ধরনের মন্তব্য করে ঐক্য বিনষ্ট করলে দেশ ও জনগণের ক্ষতি হবে। আমরা ১৬ বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছি সেটি একটি ঐতিহাসিক হয়ে থাকবে। আমাদের হাজার হাজার ভাইয়েরা গুম হয়েছে, খুন হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট হয়েছে। মিথ্যা মামলায় বারবার জেলে গিয়েছি। আমাদের মতো এতো নির্যাতন অন্যকোনো দল সহ্য করে নাই। অতএব কেউ বলে খাবার জন্য অপেক্ষা করছি, তারা বোকার সঙ্গে বাস করছেন। আপনারা ইতিপূর্বে খেতে পেরেছেন কিনা-এজন্য হয়তো আপনাদের মনে ক্ষোভ থাকতে পারে, যে আপনারা কোনো দিন রাষ্ট্রক্ষমতায় যেতে পারেন নাই, যেতেও পারবেন না।
কিংস পার্টির বিষয়টি সামনে এনে ইশরাক হোসেন বলেন, একটি কিংস পার্টির তৈরির চেষ্টা করছেন। সরকারে যারা আছেন তারা কিংস পার্টি তৈরি করে ক্ষমতায় আসার চক্রান্ত করছেন। বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দিয়ে অনৈক্য সৃষ্টি করেছেন-এতে করে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের লাভই হবে। এসব কথাবার্তা বলে ঐক্য নষ্ট করবেন না।
তিনি বলেন, ৫ আগস্টের পরে বৈষম্য বিরোধী একটি দালাল শ্রেণি তৈরি হয়েছে, যারা সরকারের বিভিন্ন দপ্তরে গিয়ে বদলি বাণিজ্য করছে। অতএব যারা বদলি বাণিজ্য করে তাদের মুখে অনেক কথায়ই মানায় না। আমরা অনেক গণতান্ত্রিক মনোভাবের পরিচয় দিয়েছি- যে আন্দোলন আমরা করেছি, আবারো যে কোনো মূল্যে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে প্রস্তুত আছি।
প্রসঙ্গত, শুক্রবার (৩ জানুয়ারি) রাতে যশোরে তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে দেশের জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারি বলেছেন, স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাইনি। একদল খেয়েছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আমরা এরকম চাই না। আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ।