Breaking News

হঠাৎ খালেদা জিয়ার বাসভবনে কর্নেল অলি, যা জানা গেল…

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা ড. কর্নেল (অব.) অলি আহমদ।

রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান অলি আহমদ। এরপর রাত ৮টার দিকে ফিরোজা ত্যাগ করেন তিনি। তাদের মধ্যে দীর্ঘ ৩০ মিনিট আলোচনা হয়।

কর্নেল অলি আহমদের প্রেস সেক্রেটারি সালাহ উদ্দীন রাজ্জাক জানান, সাক্ষাৎকালে খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন অলি আহমদ। সেই সঙ্গে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজখবরও নেন তিনি।

উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য আগামী মঙ্গলবার লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এদিন রাত ১০টায় কাতার এয়ারলাইনসের একটি এয়ার অ্যাম্বুল্যান্সে করে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা তার। লন্ডনে পৌঁছে সরাসরি হাসপাতালে তার ভর্তি হওয়ার কথা রয়েছে।

About admin

Check Also

তাহসানের স্ত্রী রোজার পুরোনো স্ট্যাটাস ভাইরাল

কোনো ধরনের পূর্বাভাস বা গুঞ্জন ছাড়াই বিয়েটা সেরে ফেলেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *