Breaking News

শেখ হাসিনাকে নিয়ে নতুন চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন সোহেল তাজ!

সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা সোহেল তাজ এবার আওয়ামী লীগের প্রয়াত সাবেক সাধারণ সম্পাদক,সৈয়দ আশরাফুল ইসলামের জানাজা নিয়ে নতুন তথ্য দিলেন।সৈয়দ আশরাফুল ইসলামের ৩ জানাজা নিয়ে শেখ হাসিনা বিরক্ত হয়েছিলেন বলে জানিয়েছেন সোহেল।

শুক্রবার সন্ধ্যায় ‘হাঁটে হাড়ি ভাঙা’ প্রথম পর্ব-শিরোনামে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে একথা বলেন তিনি।

সোহেল তাজ তার পোস্টে বলেন, সৈয়দ আশরাফের ৩টি জানাজা হবে শুনে তৎকালীন আওয়ামী লীগ সভাপতি এবং প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরক্তি প্রকাশ করেছিলেন। তিনি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ধমক দিয়ে বলেছিলেন ‘ও এত বড় কি হয়ে গেল যে ৩টা জানাজা পড়াতে হবে?

প্রতিউত্তরে কাচুমাচু করে ওবায়দুল কাদের আমতা আমতা করে জবাবে বলেছিলেন, ‘নেতাকর্মীরা ওনাকে অনেক পছন্দ করে আর তাদেরই দাবি- না মানলে সামলানো যাবে না।’

সোহেল তাজ তার পোস্টে আরো বলেন, আপনারা যারা আশরাফ ভাইকে শাপলা চত্বর নিয়ে দোষারোপ করছেন তা সঠিক নয়- তিনি হইতো কিছু কথা বলে থাকতে পারেন, কিন্তু সব সিদ্ধান্ত আসতো একেবারে ওপর থেকে।

তার এই পোস্টের পরেই শাপলা চত্বর নিয়ে নতুন করে আলোচনায় বসছেন নেটিজেনরা।বেশিরভাগ নেটিজেনদের দাবি শাপলা চত্বরের ঘটনায় কারা জড়িত ছিলো তাদের নাম প্রকাশ করতে তারা জোর দাবি জানিয়েছেন।

About admin

Check Also

বাংলাদেশের সীমান্তে গ্রেনেড নিক্ষেপের যে ব্যাখ্যা দিল বিএসএফ!

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। তবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *