গত ০৬ নভেম্বর বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে ভিডিও কলে কথা বলেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদি।
ভারতীয় সেনাবাহিনীর এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত এ সংক্রান্ত একটি ছবিতে বৈঠকের সময় ভারতের সেনাপ্রধানের পেছনে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ভারত ও বাংলাদেশ যৌথ বাহিনীর কাছে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের দলিলে স্বাক্ষরের ছবি টাঙানো অবস্থায় দেখা যায়৷
এই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বেশ আলোচনা হতে দেখেছে রিউমর স্ক্যানার৷ কেউ বলছেন, ভারতের সেনাপ্রধানে এ ছবি দিয়ে জেনারেল ওয়াকারকে একটি পরিষ্কার বার্তা দিয়েছেন, তা হলো ভারত বাংলাদেশকে শুধু মাত্র ৭১ এর ন্যারেটিভ এ দেখে; ২০২৪ এর জুলাই–আগষ্টের বিপ্লবের সমর্থক নয়।” একই ছবি পোস্ট করে অনলাইন এক্টিভিস্ট অমি রহমান পিয়াল প্রশ্ন রেখেছেন, এই ছবির মাধ্যমে বাংলাদেশের সেনাপ্রধানকে ভারতের সেনাপ্রধান কোনো বার্তা দিতে চেয়েছেন কিনা।
একই জিজ্ঞাসা এ টিম নামে একটি এক্স হ্যান্ডেলেরও। ফেস দ্যা পিপল নামের একটি পেজের ভাইরাল হওয়া একটি পোস্টে বলা হয়েছে, এই ছবির মাধ্যমে ভারতের সেনাপ্রধান বুঝাতে চেয়েছেন বাংলাদেশের স্বাধীনতায় ভা ২০২৩ সালেও বিভিন্ন দেশের উচ্চ পদস্থ সামরিক এবং বেসামরিক কর্মকর্তাদের সাথে ভারতের সেনাপ্রধান একই স্থানে ছবিটি পেছনের দেয়ালে টাঙানো অবস্থাতেই সাক্ষাত করেন।
অর্থাৎ, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে সম্প্রতি বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানের সঙ্গে ভিডিও কলে ভারতের সেনাপ্রধানের সাক্ষাতের সময় ভারতের সেনাপ্রধানের পেছনের দেয়ালে ১৯৭১ সালে ভারত ও বাংলাদেশ যৌথ বাহিনীর কাছে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের দলিলে স্বাক্ষরের ছবি থাকার ঘটনা বিশেষ কোনো ইঙ্গিত দেয় না বলেই রিউমর স্ক্যানারের পর্যবেক্ষণে প্রতীয়মান হয়েছে। কারণ ছবিটি অনেক আগে থেকেই একই স্থানে রয়েছে এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা অতিথিদের সাথে একই স্থানে একই ছবি পেছনে রেখে ভারতের সেনাপ্রধানকে সাক্ষাৎ করতে দেখা গেছে।
স্ক্যানার যাচাই করে দেখেছে, ভারতের সেনাপ্রধানের পেছনের দেয়ালে লাগানো ঐতিহাসিক ছবিটি বাংলাদেশের সেনাপ্রধানের সাথে হওয়া সাম্প্রতিক বৈঠককে কেন্দ্র করে লাগানো হয়নি৷ ভারতের সেনাবাহিনীর এক্স অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করেই পূর্বের বিভিন্ন সময়ে এই ছবিটি একই দেয়ালে থাকার প্রমাণ মিলেছে।
ভারতীয় সেনাপ্রধানের সাথে গায়ানার ডিফেন্স ফোর্সের একটি দল ৬ নভেম্বর সাক্ষাৎ করে। ০৪ নভেম্বর ভারতে ভুটানের রাষ্ট্রদূত মেজর জেনারেল ভেটসপ নামগেল সাক্ষাৎ করেন। ১৮ সেপ্টেম্বর ভারতে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত হারভে ডেলফিন সাক্ষাৎ করেন। ১১ সেপ্টেম্বর ব্রাজিলের বিমান বাহিনীর একটি দল সাক্ষাৎ করেন। এক্স অ্যাকাউন্টটিতে এসব সাক্ষাতের ছবি পাওয়া যায়। ছবিগুলো বিশ্লেষণ করে দেখা যায়, এসব ছবিতে সাক্ষাৎকারের স্থানটি একই এবং পেছনের দেয়ালে একই ছবিটিই টাঙানো রয়েছে।
গত ০৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রিউমর স্ক্যানার অনুসন্ধানে দেখেছে, এই গণঅভ্যুত্থান পূর্ববর্তী সময়েও আলোচিত ছবিটি একই দেয়ালে টাঙানো ছিল। ০৫ জুলাই কঙ্গোর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিবের সাথে সাক্ষাতের সময়, ২৭ ফেব্রুয়ারি ফ্রান্সের সেনাপ্রধানের সাথে সাক্ষাতের সময়, এমনকি গত এপ্রিলে বাংলাদেশ সেনাবাহিনীর তৎকালীন প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সাথে সাক্ষাতের সময়ও একই ছবি উক্ত স্থানে টাঙানোর প্রমাণ পাওয়া যায়।