বিপিএল টিকিট কাউন্টারে ভাঙচুর-আগুন

বিপিএলের একাদশ আসরের উদ্বোধনী দিনেই টিকিট না পাওয়ার অভিযোগ ছিল, এজন্য মিরপুর স্টেডিয়াম এলাকায় হাঙ্গামাও করেছিলেন বিক্ষুব্ধ দর্শকরা। ফলশ্রুতিতে মূল ফটকও ভাঙচুর করেন অনেকেই। এবার আবারো ভাঙচুরের ঘটনা ঘটল।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) একদিন বিরতি দিয়ে ফের মাঠে গড়াচ্ছে বিপিএল। এদিন খেলা শুরুর আগেই ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন টিকিট প্রত্যাশীরা। দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকেই টিকিটের জন্য মিরপুরের সুইমিং কমপ্লেক্সে অপেক্ষা করছিলেন ক্রীড়াপ্রেমীরা। এরপর সাড়ে ১১টা নাগাদ বাঁশের বেড়া ধাক্কাতে থাকেন দর্শকরা। একপর্যায়ে সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরপর গেট ভেঙে ভেতরে ঢুকে বুথে ভাঙচুর করেন বিক্ষুব্ধ দর্শকরা। একপর্যায়ে সেখানে আগুন ধরিয়ে দেন তারা। পরবর্তীতে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ আনে। আর আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা জায়গাটি নিয়ন্ত্রণে নেন।

প্রত্যক্ষদর্শী একজন জানান, শুরুর দিকে সবাই টিকিটের জন্যই লাইনে দাঁড়িয়েছিল। কিন্তু পরে যখন শুনতে পারে টিকিট সেখানে নেই, তখন দর্শকরা ক্ষিপ্ত হয়ে ওঠে।

About admin

Check Also

নিকাব পরে টকশো ইস্যুতে মুখ খুললেন সারজিস আলম

মুসলিম নারীদের নিকাবের স্বাধীনতা নিয়ে হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *