দূরত্বে থেকেও খেতে পারেন সত্যিকারের চুমু, আশ্চর্য যন্ত্র আবিষ্কার বিজ্ঞানীদের!

লং ডিস্ট্যান্স প্রেমের সংখ্যা ক্রমেই বাড়ছে। কাজের প্রয়োজনে হোক বা পড়াশোনা, প্রেমে পড়া দুই মানুষের দুই ভিন রাজ্যে চলে যাওয়া বা ভিন দেশে চলে যাওয়াতে দুইজনের মাঝে বাড়ছে ভৌগলিক দূরত্ব। চোখের দূর হলে তা মনের দূর হয় কিনা জানা নেই, তবে দেহের দূর তো বটেই। প্রেমে শারীরিক নৈকট্য গুরুত্বপূর্ণ, নানা কারণেই প্রেমে পড়া দুই মানুষের শারীরিক ঘনিষ্ঠতা সম্পর্ক মজবুত করার অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র। যোগাযোগ ব্যবস্থার উন্নতি দূরে থাকা দুই মানুষের মধ্যে রোজের যোগাযোগ বাড়িয়েছে ঠিকই কিন্তু দুই ভিন্ন রাজ্যে থেকেও পাশে বসে হাত ধরার মতো সুযোগ তো অমিল। তবে এখন আর সেই সমস্যা ভোগাবে না। পরদেশী প্রেমিক প্রেমিকারা শুধু ফোনে কথোপকথন নয়, চুমুও খেতে পারবেন সত্যি করে! চিনের একটি বিশ্ববিদ্যালয় একটি ‘চুম্বন যন্ত্র’ তৈরি করেছে যা ঘিরে সোশ্যাল মিডিয়ায় এখন হইচই।

CNN জানাচ্ছে, দূরে বসেও চুমু খাওয়ার এই যন্ত্র আবিষ্কার করেছে চাংঝো ভোকেশনাল ইনস্টিটিউট অব মেকাট্রনিক টেকনোলজি। বহু যোজন দূরত্বে থাকা প্রেমিক যুগলদের সত্যিকারের শারীরিক ঘনিষ্ঠতা ভাগ করে নেওয়ার অনন্য উপায় হিসাবে এই যন্ত্রের চুটিয়ে বিজ্ঞাপনও দেওয়া হচ্ছে।

কী এই চুমু খাওয়ার যন্ত্র? এই যন্ত্রে রয়েছে সিলিকনের ঠোঁট, প্রেশার সেন্সর এবং অ্যাকুয়েটর। এটি ব্যবহারকারীর ঠোঁটের চাপ, নড়াচড়া এবং তাপমাত্রার হুবহু প্রতিলিপি করে সত্যিকারের চুম্বনকে অনুকরণ করতে পারে। শুধু চুমু খাওয়ার সময়ের চাপ বা নরম অনুভূতি নয়, চুমুর শব্দও মিলবে একেবারে আসল চুমুর মতোই!

আরও পড়ুন- পর্দায় প্রথম চুম্বনদৃশ্য, অভিনয়ে মুগ্ধ হয়েছিলেন নেহরু | আজীবন বিতর্কিত ছিলেন দেবিকা রানি

কীভাবে কাজ করবে এই চুম্বন যন্ত্র? এই যন্ত্র ব্যবহারের জন্য প্রথমে ব্যবহারকারীদের মোবাইলে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে এবং যন্ত্রটিকে ফোনের চার্জিং পোর্টে জুড়ে নিতে হবে। এই অ্যাপটিতে উল্টোদিকের মানুষটির অর্থাৎ প্রেমিক বা প্রেমিকার যন্ত্রটি জুড়লেই তারা ভিডিও কল শুরু করতে পারেন এবং নিজেদের চুম্বনের প্রতিলিপি একে অন্যকে পাঠাতে পারেন।

চিনের গ্লোবাল টাইমসকে এই যন্ত্রের উদ্ভাবকদের মধ্যে অন্যতম জিয়াং ঝংলি জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে তাঁর বান্ধবীর সঙ্গে দীর্ঘকাল দূরত্বের সম্পর্কই ছিল তাঁর। কেবল ফোনের মাধ্যমেই একে অপরের সঙ্গে যোগাযোগ ছিল। শারীরিক দূরত্বকে ঘোচানোর কোনও বন্দোবস্ত করা যায় কিনা ভাবতে ভাবতেই এই যন্ত্র তৈরির কথা মাথায় আসে।

দূরত্বে বসে প্রেমালাপ অবধি ঠিক ছিল! একেবারে চুমু খাওয়া! চিনের সোশ্যাল মিডিয়া ওয়েইবোতে ব্যাপক শোরগোল ফেলেছে এই যন্ত্র। বহু প্রেমিক-প্রেমিকাই যেমন স্বস্তি পেয়েছেন, ভরসা পেয়েছেন তেমনই অনেকে আবার গেল-গেল রবও তুলেছেন। অনেকেই যন্ত্রটিকে ‘অশ্লীল’ বলে সমালোচনা করেছেন। অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন যে, অপ্রাপ্তবয়স্করাও এই যন্ত্র কিনে ব্যবহার করতে পারে। একটি দীর্ঘ চুম্বনের জন্য অপেক্ষার তবে বেলা শেষ? বহুকাল পরে দেখা হওয়া দুই প্রেমিক প্রেমিকার মাঝের তীব্র আকুতি শেষে যন্ত্রের হাতে এসে অস্তমিত?

About admin

Check Also

নিকাব পরে টকশো ইস্যুতে মুখ খুললেন সারজিস আলম

মুসলিম নারীদের নিকাবের স্বাধীনতা নিয়ে হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *