চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে কিছু গুরুত্বপূর্ণ সবক দিলেন আলোচিত বাংলাদেশি লেখক ও প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য। নিজস্ব ইউটিউব চ্যানেলে পিনাকীর প্রকাশিত এই সংক্রান্ত একাধিক শর্ট ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে।
সম্প্রতি ভাইরাল এসব ভিডিওতে বিএনপির উদ্দেশে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে দেখা যায় আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে অনলাইনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এএ অ্যাক্টিভিস্টকে।
ভাইরাল একটি ভিডিওতে পিনাকী ভট্টাচার্য বিএনপি’র উদ্দেশে বলেন, আপনারা শুধু আগামীদিনে সরকার গঠনই করবেন না আপনাদেরকেই নির্ধারিত করতে হবে আগামীদিনের বিরোধী দল কে হবে। আপনাদের বিরোধী দল করতে হবে জামায়াত এবং ছাত্রদের। তাই জিয়াউর রহমান যেভাবে তার পলিটিকাল বিরোধী দল হিসেবে শত্রু বা দুশমনকে সিলেক্ট করেছিলেন ওইটারে কপি করলে এখন ভুল হবে। আপনারা জিয়াউর রহমানের ভিশন এবং শাসনকে অনুকরণ করেন। কিন্তু তিনি যে পলিটিক্যাল দুশমনদের সিলেক্ট করেছিলেন তা যদি কপি করতে যান তাহলে আম-ছালা দুটোই হারাবেন।
ক্ষোভ জানি তিনি আরো বলেন, বিএনপি সংবিধানকে রক্ষা করতে চাই, চুপ্পুকে রক্ষা করতে চাই, আওয়ামী লীগকে রক্ষা করতে চাই। বাংলাদেশের ছাত্র-জনতা কিন্তু বিএনপির দেখানো ঈদের পরের বিশাল আন্দোলনের জন্য অপেক্ষা করে নাই। এমনকি বিএনপি’র নিজের দলের কর্মীরাও অপেক্ষা করে নাই। তাহলে এই ছাত্রদের আহবানে মানুষ পথে নামছে, কাতারে কাতারে জীবন দিয়েছে। আপনার তো ভুট্টো সাহেবের মত রিয়ালিটি মানতে পারতেছেন না।
আরেকটি ভিডিওতে পিনাকী বলেন, কাউয়া কাদের সত্যি সত্যিই মির্জা ফখরুলের বাসায় গিয়ে থাকতে পারেন। উনি বলেছিলেন না, উনি পালাবেন না, পালাবেন কোথায়। পালালে ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের বাসায় যাবেন। কাউয়া কাদের মির্জা ফখরুলের বাসায় না, মির্জা ফখরুলের কান্দে চেপেছে কাউয়া কাদেরের ভূত । বিএনপির ধারণা, আওয়ামী লীগ ভালোবেসে তাদের ভোট দেবে। আম-ছালা দুটোই যাবে। আওয়ামী লীগ ভোট দেবে না বিএনপিকে। আর বিএনপি’র ভোটাররা কোন আওয়ামী রক্ষককে ভোট দেবে না। আওয়ামী লীগ জামায়াতকেও ভোট দেবে না। ওরা ভোট দিতে যাবেও না।
ভাইরাল অপর একটি ভিডিওতে মির্জা ফখরুলের উদ্দেশে পিনাকী বলেন, হাসিনার পালানোর পরে আপনার দলের অন্তকোন্দলে ১৯ জন নিহত হয়েছে, আহত হয়েছে ৫৫৬ জন। মির্জা ভাই আপনার দলের লোক তার সহযোদ্ধাদের মারছে, প্রত্যেক পাঁচ দিনে একজন মারা গেছে। প্রতিদিন পাঁচজন করে আহত হয়েছে। আপনার নিজ দলের মধ্যে ঐক্য নাই। দেশে ঐক্য কেমনে কায়েম করবেন। আমাদের অনৈক্যের জন্য দোষ দিতেছেন। আপনার ঐক্য নিয়ে কথা বলার বিন্দুমাত্র অধিকার আছে। আপনি আওয়ামী লীগকে নির্বাচন করাবেন, চুপ্পুকে রাখবেন, হাসিনার সংবিধান রাখবেন ইসকনকে রাখবেন, ডেইলি স্টার-প্রথম আলোর মতো ভারতের এক নম্বর এজেন্ট বাচাইবেন। তার পক্ষ হয়ে আমাদের উপর ঝাঁপাই পড়বেন।
তারপর আবার বলবেন, আমরা ঐক্য চাই না। তার মানে আমাদের কোন রাজনীতি থাকবে না। আমাদের আপনার রাজনীতি করতে হবে। শেখ মুজিব যেমন পাহাড়ে বলেছিল, আপনারা সবাই বাঙালি হয়ে যান। আমাদের সবাইকে কি আপনি বিএনপি বানাইবেন। আমরা তো সবাই বিএনপি করবো না