ইতিহাসের ভয়াবহ দাবানলে ৯ দিন ধরে পুড়ছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস। এতে প্রাণ গেছে অন্তত ২৫ জনের। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। পুড়ে ছাই ৬০ বর্গ মাইলের বেশি এলাকা।
স্থানীয় সময় বুধবার (১৫ জানুয়ারি) থেকে শুরু হওয়া ‘সান্তা অ্যানা’ নামের ঝোড়ো বাতাসে আগুন নিয়ন্ত্রণে আনতে নতুন করে চ্যালেঞ্জের মুখে অগ্নিনির্বাপন কর্মীরা। ‘আগুনে টর্নেডোর’ শঙ্কায় আবহাওয়া বিশ্লেষকরা। সর্বোচ্চ সতর্কতা রেড ফ্ল্যাগ জারি করেছে জাতীয় আবহাওয়া দপ্তর।
দাবানলে পুড়ছে বিস্তীর্ণ এলাকা। লাখো মানুষ ঘরবাড়ি ছেড়ে অবস্থান করছেন নিরাপদ আশ্রয়ে। তবে নিজ ভিটায় নিয়ে কাটছে না দুশ্চিন্তা।
লস এঞ্জেলসের দাবানল শুরু হয় গত ৭ জানুয়ারি। পরে তা ছড়িয়ে পড়ে বিভিন্ন এলাকায়। এর মধ্যে ছোট বড় প্রায় ১২টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে অভিজাত এলাকা হিসেবে পরিচিত প্যাসিফিক প্যালেসের বাসিন্দাদের প্রায় ৫৫০০ বাড়িঘর ও স্থাপনা ধ্বংস হয়েছে। প্যালেসের ৪০ কিলোমিটার পূর্বে পাল্টাবে না এলাকায় ইট অন ফায়ার পুড়িয়েছে প্রায় আরও পাঁচ হাজারেরও বেশি স্থাপনা। এই দুই এলাকার আগুন এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
এমন পরিস্থিতিতে ‘সান্তা অ্যানা’ নামের ঝোড়ো বাতাস বইতে শুরু হওয়ায় আবারও আতঙ্ক দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তরের মতে, দাবানল ছড়িয়ে পড়ায় এলাকায় বাতাসের তীব্রতা বেশি ও খুবই শুষ্ক। এই দুই মিলে সৃষ্টি হয়েছে বিপজ্জনক পরিস্থিতি। এতে দেখা দিতে পারে নতুন দাবানল।
আবহবিদরা বলছেন, বর্তমান চরমভাবাপন্ন আবহাওয়ায় আগুন টর্নেডো সৃষ্টির আশঙ্কা রয়েছে। গত আট মাস ধরে বৃষ্টি না হওয়ায় দাবানলের কারণে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বাতাসের মান ও গতি আরো খারাপের দিকে। র্বোচ্চ সতর্কতা রেড ফ্ল্যাগ জারি করে এই অঞ্চলে আরো এক সপ্তাহ বাতাস বয়ে যেতে পারে।
সূত্র: সময়টিভি। https://www.youtube.com/watch?v=33MzHwurnB4