ঢাকায় কেন্দ্রীয় শহিদ মিনারে অনুষ্ঠিতব্য জুলাই বিপ্লবের ঘোষণাপত্র অনুষ্ঠানে বগুড়া ও রংপুর জেলা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ঢাকায় না যাওয়ার সিন্ধান্ত নিয়েছেন।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টায় ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিতব্য জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়া অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক অনুষ্ঠান স্থগিত হওয়ায় বগুড়া জেলা থেকে শিক্ষার্থীরা ঢাকায় গমন করবে না।
এছাড়া মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ঢাকার জাতীয় শহীদ মিনারে অনুষ্ঠিতব্য জুলাই বিপ্লবের ঘোষণাপত্র কর্মসূচি জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আলোচনার প্রেক্ষিতে কর্মসূচি স্থগিত হওয়ায় রংপুর জেলা ও মহানগর শাখা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাকর্মীরা ঢাকায় গমনের উদ্দেশ্যে বাস নিয়ে প্রস্তুত থাকলেও শেষ মুহূর্তে এসে কর্মসূচি স্থগিত করেছেন। এছাড়া অন্যান্য জেলা থেকে কর্মসূচি স্থগিত করা হয়েছে বলে জানা যায়।