তনির স্বামী আর নেই!

নারী উদ্যোক্তা ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন আর নেই। ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৫ জানুয়ারি) ভোর ৩টা ৩ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিজের ফেসবুকে তনি এই দুঃসংবাদ নিশ্চিত করেছেন। তিনি লেখেন, “সে আর নাই। ব্যাংকক সময় রাত ৩.০৩ মিনিটে আমাকে সারাজীবনের মতো একা করে চলে গেছে।”

মাস কয়েক আগে গুরুতর অসুস্থ হন তনির স্বামী, এবং তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে চিকিৎসার জন্য ব্যাংককে নেওয়া হয়। এ বিষয়ে তনি নিজের ফেসবুকে লিখেছিলেন, “জীবনের সব থেকে কঠিন সময় পার করছি, আমি কোনোভাবেই তাকে হারাতে চাই না। সব কিছু অনিশ্চিত জেনেও আল্লাহর বিশেষ কোনো রহমতের আশায় অনেক কষ্ট করে আজকে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আনিয়ে তারপর ব্যাংকক নিয়ে আসছি, আমার জীবনের সবটুকু দিয়ে চেষ্টা করছি, বাকি আল্লাহর ইচ্ছা।”

About admin

Check Also

নিকাব পরে টকশো ইস্যুতে মুখ খুললেন সারজিস আলম

মুসলিম নারীদের নিকাবের স্বাধীনতা নিয়ে হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *