পরে নয় আজকেই ঘোষণাপত্র পাঠ!

পরে নয় আজকেই কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোষণাপত্র পাঠ হবে । বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটিসহ কেন্দ্রীয় নেতাদের অনেকেই আজ ঘোষণাপত্র পাঠের পক্ষে অবস্থান নিয়েছেন।

গতকাল রাতে বৈঠকে থাকা একাধিক সমন্বয়ক জনকণ্ঠকে এই তথ্য নিশ্চিত করেছেন। আজকে ঘোষণাপত্র পাঠ না হওয়ার প্রস্তাব আসলে একটি অংশ বৈঠক ছেড়ে চলে যান বলেও সূত্র জানিয়েছেন।

যেহেতু কর্মসূচি বলবৎ রয়েছে তাই দুই হাজার শহীদ পরিবার, প্রায় ২৫ হাজার মানুষ গুলিতে অঙ্গহারা বীরদের উপর আজকের সিদ্ধান্ত ছেড়ে দেওয়া হচ্ছে।

আহত এবং শহীদ পরিবার যদি মনে করে পরে নয় আজকেই ঘোষণাপত্র পাঠ হবে তাহলে তাদের সিদ্ধান্তকে অগ্রাধিকার দেওয়া হবে।

বৈঠকে থাকা দুজন সমন্বয়ক বলেছেন, ২০২৪ এর ৩৬ জুলাই বিজয়ের মসনদের মালিক শহীদ পরিবার। আজকে ঘোষণাপত্র পাঠ হবে কি হবে না অবশ্যই তাদের মতামত সবচেয়ে বেশি জরুরী। যেহেতু ঘোষণাপত্র পাঠকে সামনে রেখে কর্মসূচি সিদ্ধান্ত হয়েছে, সারাদেশ থেকে অনেক শহীদ পরিবার, আহত পরিবার চলে এসেছে রাত একটায় অনেক শহীদ পরিবার ঘুমিয়ে গেছে তাই আজকে শহীদ মিনারে উপস্থিত সিদ্ধান্ত নেওয়া হবে।

জুলাই বিপ্লবে যে সমন্বয়করা কর্মসূচি অব্যাহত রেখেছিল তাদের বড় অংশই গতকাল রাতে ঘোষণা দিয়েছেন ,যে কোন মূল্যে আজকে শহীদ মিনারে কর্মসূচি বাস্তবায়ন হবে। তারা অভিযোগ করে বলেছেন, কর্মসূচি বানচালে অনেক ষড়যন্ত্র হয়েছে। আজকে সারা দেশের মানুষকে নিয়ে এই ষড়যন্ত্র রুখে দেওয়া হবে।

নির্ভরযোগ্য সূত্র বলছে, আজকের শহীদ মিনার থেকে চারটা দাবির উপর শপথ গ্রহণ করা হবে। হাসিনা সরকারের অধীনে সকল সংসদ সদস্য ও প্রশাসনিক কর্মকর্তাদের অপ্রাসঙ্গিক, সংবিধান পূর্ণ সংস্কার বা বাতিল, আওয়ামী লীগের রাজনীতি অপ্রাসঙ্গিক, ৪৭ থেকে ২৪ পর্যন্ত সঠিক ইতিহাস রক্ষা।

About admin

Check Also

বন্দুকধারীর হামলা, দুই বিচারক নিহত!

শনিবার ইরানের রাজধানী তেহেরানের সুপ্রিম কোর্টে বন্দুকধারীর পরিকল্পিত হামলায় দুই বিচারক নিহত হয়েছেন। নিহত বিচারপতিরা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *