Breaking News

ভারত সীমান্তে বাঙ্কার তৈরির তোড়জোড়, যুদ্ধের আশঙ্কা!

ভারতের সংবাদমাধ্যম নিউজ ১৮ ১০ (জানুয়ারি ) এক প্রতিবেদনে জানায়,বাংলাদেশ ভারত সীমান্তে যুদ্ধ যুদ্ধ হাওয়া তৈরি করছে বাংলাদেশ বর্ডার গার্ডস বা বিজিবি৷Tourism guides

প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, মালদহ, নদিয়া, উত্তর চব্বিশ পরগণার একাধিক জায়গায় গত কয়েকদিনে কাটাতারের বেড়া দেওয়া নিয়ে বিএসএফ-এর সঙ্গে সংঘাত তৈরির চেষ্টা করেছে বিজিবি৷

ভিডিও দেখতে: https://bengali.news18.com/videos/south-bengal/bgb-trying-to-make-bunkers-near-india-bangladesh-border-bsf-remains-calm-dmg-2012636.html

এমন কি, মালদহের বৈষ্ণবনগরের সুখদেবপুর সীমান্তে তো নিজেদের দিকে সর্ষে ক্ষেতের ভিতরে বাঙ্কার তৈরির তোড়জোড়ও শুরু করে দিয়েছে বিজিবি৷ ভারতের এই গণমাধ্যম দাবি করছে, যদিও বিজিবি-র উস্কানিতেও শান্ত থেকেছেন বিএসএফ জওয়ানরা৷ উত্তর চব্বিশ পরগণার বাগদাও দু দেশের মধ্যে দিয়ে বয়ে চলা নদীর একাংশ তারা দখল করে নিয়েছে বলে সম্প্রতি দাবি করেন এক বিজিবি আধিকারিক৷ সেই দাবিকেও উড়িয়ে দিয়েছে বিএসএফ৷

ভারতের গণমাধ্যমের এমন খবরে দুই দেশে দেখা দিয়েছে আলোচনা সমালোচনা।অবশ্য বাঙ্কার নির্মাণের বিষয়ে অবশ্য এখনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি কেউই।

About admin

Check Also

হাসিনার কথা মনে পড়ল ট্রাম্পের! বাংলাদেশ নিয়ে নতুন বার্তা

বাইডেন সরকারের বাংলাদেশ নীতির প্রধান পরিকল্পনাকারী হিসেবে পরিচিত মার্শা বার্নিকাটকে বিদেশ দপ্তরের পদ ছাড়ার নির্দেশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *