সারাদেশ থেকে ঢাকার পথে ছাত্র-জনতার ঢল।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত “জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র’ পাঠের কর্মসূচি যে কোনো মূল্যে বাস্তবায়নের দাবিতে রাত থেকেই উত্তাল ছিলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়।

রাত ১২টায় সভা শুরু হলেও সিদ্ধান্তে আসতে ঘণ্টাখানেক সময় লেগেছে। বাংলামোটরের রূপায়ন ট্রেড সেন্টারের ২য় তলায় কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি প্রেস ব্রিফিংয়ে বসেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৫ আগস্ট যেভাবে জনগণ রাস্তায় নেমে এসেছে কালও সেভবে নামার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই আহ্বানে সাড়া দিয়ে ইতোমধ্যে সারাদেশ থেকে ঢাকার পথে ঢল নেমেছে ছাত্র-জনতার ।

উল্লেখ্য ফেসবুকে দেওয়া পৃথক পোস্টে সমন্বয়ক তরিকুল ইসলাম, মোহাম্মদ রাকিব এবং আব্দুল হান্নান মাসুদ কর্মসূচি স্থগিতের গুজবকে ষড়যন্ত্র বলে আখ্যা দিয়ে আগেই জানিয়েছিলেন, ৩১ ডিসেম্বর বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ পাঠের কর্মসূচি যথাসময়ে অনুষ্ঠিত হবে ।

About admin

Check Also

বন্দুকধারীর হামলা, দুই বিচারক নিহত!

শনিবার ইরানের রাজধানী তেহেরানের সুপ্রিম কোর্টে বন্দুকধারীর পরিকল্পিত হামলায় দুই বিচারক নিহত হয়েছেন। নিহত বিচারপতিরা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *