Breaking News

ভয়াবহ দাবানলে পুড়ে ছাই ১১০০ ঘরবাড়ি, জরুরি অবস্থা জারি!

ভয়াবহ দাবানলে পুড়ছে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ঘরবাড়ি। আর এ থেকে প্রাণে বাঁচতে সেখান থেকে পালিয়ে অন্যত্র আশ্রয় নিচ্ছেন সাধারণ মানুষ। আর সেখানে এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। আলটাডেনার এমন কিছু নেই যা দাবানলের আগুনে পুড়েনি, যা স্যাটেলাইটের ছবিতে দেখা গেছে।

লস অ্যাঞ্জেলস টাইমস জানিয়েছে, বৃহস্পতিবার মধ্যরাতে ১০০ কিলোমিটার গতিতে বাতাস বইতে থাকে। এতে তিনটি বড় দাবানলের শক্তি বৃদ্ধি পায়। আগুনে দগ্ধ হয়ে এখন পর্যন্ত পাঁচজন নিহত হয়েছেন। এ মুহূর্তে সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ চালিয়েছে পালিসাদেস দাবানলটি। এটির আগুনে ১৫ হাজার ৮০০ একর জমি পুড়ে গেছে। এ থেকে ব্যবসা প্রতিষ্ঠান, সাধারণ মানুষের ঘরবাড়ি কোনো কিছু বাদ যায়নি।

অপরদিকে, ইটন দাবানলে ১০ একর জায়গা ভষ্মিভূত হয়ে গেছে। ছাই হয়েছে আলটাডেনা এবং পাসাডেনার বহু ঘরবাড়ি। এ দুটির পাশাপাশি তাণ্ডব চালাচ্ছে সানসেট এবং হার্স্ট দাবানল। এরমধ্যে নতুন করে হলিউড হিলে আগুন ছড়িয়েছে। ভয়াবহ আগুনে বেশ কয়েকজন হলিউড তারকার ঘর পুড়ে গেছে বলে তারা নিজেরাই বিষয়টি জানিয়েছেন।

জানা যায়, আগুনের কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। দাবানলের আগুনের তীব্রতা এতই বেশি যে অনেকে তাদের গাড়ি রেখেই পালাতে বাধ্য হয়েছেন। এর প্রভাবে অনেকে খাবার পানির অভাবেও পড়েছেন।

সূত্র: সিএনএন।

About admin

Check Also

হাসিনার কথা মনে পড়ল ট্রাম্পের! বাংলাদেশ নিয়ে নতুন বার্তা

বাইডেন সরকারের বাংলাদেশ নীতির প্রধান পরিকল্পনাকারী হিসেবে পরিচিত মার্শা বার্নিকাটকে বিদেশ দপ্তরের পদ ছাড়ার নির্দেশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *