দীর্ঘ ৫০ বছর পর প্রকাশ্যে এসেছেন বীর বিক্রম মেজর শরিফুল হক ডালিম। রোববার (৫ জানুয়ারী) রাতে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টকশোতে হাজির হন তিনি। লাইভে ৫০ বছরের অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। এত বছর পর প্রকাশ্যে আসায় মেজর ডালিমকে নিয়ে চলছে আলোচনার ঝড়। অনেকেই প্রশ্ন তুলছেন তিনি আদৌ প্রকৃত মেজর ডালিম ছিলেন কী না।
এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত-সমালোচিত ব্যারিস্টার নিঝুম মজুমদার যোগ দিলেন সেই তালিকায়।
প্রবাসী সাংবাদিক খালেদ মহিউদ্দিনের সাথে একটি অনলাইন সাক্ষাৎকারে অংশ নিয়ে নিঝুম মজুমদার মেজর ডালিমের লেখা একটি বই উচিয়ে ধরে বলেন, লাইভের সাথে এই বইয়ের বক্তব্য কি মিলে? সে তো বলেছে মুক্তিযুদ্ধের সময় প্ল্যান করেছে। যে লোকটা মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুকে হত্যার প্ল্যান করে, সে বাকশালের ধোয়া তুলছে কেন?
ডালিমের বঙ্গবন্ধুর অন্যতম খুনি ডালিম যিনি মেজর ডালিম নামে পরিচিত। যার ইতিমধ্যে ফাঁসির হুকুম হয়েছে, যে পলাতক অবস্থায় সারা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে। গতকালকে সে একটা ইউটিউভ লাইভে এসেছিল, এটি নেটিজেনদের মধ্যে একটি চাঞ্চল্য তৈরী করেছিল বিশেষ করে বাংলাদেশিদের মধ্যে।
যদিও এটি ডালিম কি না সেটি নিয়েও প্রশ্ন এসেছে। আপনারা যদি ডালিমের লাইভটা দেখেন, লাইভে একটা জিনিস স্পষ্ট করে বলা আছে যে মুক্তিযুদ্ধের সময় তারা সেনা পরিষদ নামে একটি সংগঠন গঠন করে এবং জিয়াউর রহমানকে কোরআন শরীফ হাতে ছুয়ে শপথ করানো হয় যে সে তাদের দলে এসেছে, এবং এই সংগঠনের কথা ক্ষমতায় যাওয়ার আগ পর্যন্ত তারা কেউ কাউকে বলবে না।
জিয়াউর রহমানকে এই সংগঠনে একটি গাইড হিসেবে নেয়া হয়। এই সংগঠনের উদ্দেশ্য কী ছিল এটি বলতে গিয়ে ডালিম বলছে, এই সংগঠনের উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধু সরকারকে অর্থাৎ ভষ্যিতে যে বঙ্গবন্ধু সরকার হতে যাচ্ছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সেই সরকারকে উৎখাত করা এবং বঙ্গবন্ধুকে হত্যা করার পরিকল্পনা এই সেনা পরিষদের ২৫ বছরের যে রোডম্যাপ আছে সেখানে ছিল।
যেই লোকটা মুক্তিযুদ্ধের সময় যখন বঙ্গবন্ধুকে হত্যা করার পরিকল্পনা করে, সেই লোকটা যখন তার লিখিত গ্রন্থের মধ্যে সে বারবার বলছে বাকশালের জন্য, রক্ষী বাহিনীর জন্য, আওয়ামী লীগের অরাজকতার জন্য বঙ্গবন্ধুকে খুন করেছে, উৎখাত করেছে তাহলে তার লাইভের বক্তব্যের সাথে বইয়ের বক্তব্য কি মিলে?