দীর্ঘদিন আড়ালে থাকা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারকে হত্যার অভিযোগে অভিযুক্ত বীর মুক্তিযোদ্ধা মেজর শরিফুল হক ডালিম (বীর বিক্রম) প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টকশোতে কথা বলেছেন।
রোববার (৫ জানুয়ারি) রাত ৯টায় ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে প্রচারিত এই টকশো মুহূর্তেই ভাইরাল হয়। টকশোটি বাংলাদেশে অনলাইনে সরাসরি সম্প্রচারিত কোনো অনুষ্ঠানের ইতিহাসে রেকর্ড গড়ে, যেখানে একসঙ্গে প্রায় সাত লাখ দর্শক যুক্ত ছিলেন। টকশোতে মেজর ডালিম বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পেছনের নেপথ্যের ঘটনা নিয়ে কথা বলেন। তিনি মুক্তিযুদ্ধের অনেক অজানা ইতিহাস এবং পরবর্তী সময়ে ঘটে যাওয়া রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তার মতামত দেন।
টকশোর শুরুতে মেজর ডালিম নতুন প্রজন্মের ছাত্র ও জনগণকে লাল শুভেচ্ছা জানিয়ে বলেন, বিপ্লব একটি চলমান প্রক্রিয়া, এবং এর পূর্ণ বিজয়ের জন্য আরও সময় প্রয়োজন। তিনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে ছাত্র-জনতাকে উদ্দেশ করে বলেন, সম্প্রসারণবাদী এবং হিন্দুত্ববাদী ভারতের কবল থেকে ১৯৭১ সালের মতো আরেকটি স্বাধীনতা অর্জন করতে হবে। তা না হলে বিপ্লব ব্যর্থ হবে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত প্রসঙ্গে মেজর ডালিম বলেন,জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের না হয়ে কাজী নজরুল ইসলাম বা অন্য কোনো দেশীয় কবির লেখা হতে পারত। ভিনদেশি কবির গানকে জাতীয় সঙ্গীত করা পৃথিবীর ইতিহাসে বিরল।
সূত্র: জনকণ্ঠ । Janakantha