চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ডাঙারচর এলাকা থেকে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম নাজিম উদ্দীন হায়দার।
শুক্রবার (৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে আটটার দিকে গোপন বৈঠক থেকে কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের এই যুগ্ম সম্পাদককে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি।
পুলিশ জানিয়েছে, ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার দেশত্যাগের পর থেকে আত্মগোপনে ছিলেন নাজিম উদ্দীন। শুক্রবার রাতে গোপন বৈঠক থেকে পালানোর চেষ্টার সময় তাকে গ্রেফতার করা হয়।
কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ বলেন, গ্রেফতার নাজিম বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় হওয়া মামলার আসামি। গত ৪ আগস্ট নগরের কোতোয়ালি থানার নিউমার্কেট মোড় এলাকায় ছাত্র-জনতার হামলা মামলার ঘটনায় তার জড়িত অভিযোগ আছে। একাধিক ছবি ও ভিডিওর মাধ্যমে তার জড়িত থাকার বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। নাজিম উদ্দিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।