সাম্প্রতিক সময়ে উপদেষ্টা নাহিদসহ কয়েকজন সমন্বয়কের ফেসবুক আইডি খুঁজে পাওয়া যাচ্ছে না বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে, কেন হঠাৎ করে তাদের আইডি উধাও হয়ে গেল?
সাইবার কমিউনিটির সিইও সাকিব আহমেদ তুহিন জানিয়েছেন, তাদের একাধিক দাবি পূরণ না হলে বড় ধরনের সাইবার হামলার হুমকি দেওয়া হয়েছিল। তার পরেই বেশ কয়েকজন সমন্বয়কের আইডি ডিএক্টিভেট করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সাইবার আক্রমণের শঙ্কায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
তুহিন আরও উল্লেখ করেন, কিছু সমন্বয়কের আইডি হ্যাক হয়নি বরং নিরাপত্তার কারণে তারা স্বেচ্ছায় তাদের অ্যাকাউন্ট ডিএক্টিভেট করেছেন। তবে দু’জন সমন্বয়কের অ্যাকাউন্ট ডিজেবল করা হয়েছে।
উপদেষ্টাদের পদত্যাগের দাবিঃ সমন্বয়কদের একটি অংশ উপদেষ্টাদের অপসারণসহ আরও কিছু দাবিতে সোচ্চার হয়েছে। দাবিগুলোর মধ্যে অন্যতম হলো বিতর্কিত উপদেষ্টা ফারুকির অপসারণ। এই দাবিতে আইনজীবীরা লিগ্যাল নোটিশও দিয়েছেন।
তুহিন বলেন, “আমরা চাই বিতর্কিত উপদেষ্টাদের দ্রুত অপসারণ করা হোক। সাইবার কমিউনিটি ইতিমধ্যেই সরকারের কাছে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে। যদি আমাদের যৌক্তিক দাবি পূরণ না করা হয়, তাহলে আমরা পুনরায় একটি সাইবার আন্দোলনের জন্য প্রস্তুত থাকব।”
সাইবার যুদ্ধের পূর্বাভাস : তিনি আরও যোগ করেন, “পূর্বে আমরা কোটা আন্দোলন এবং বৈষম্য ছাত্র আন্দোলনে সাইবার কমিউনিটি থেকে সহায়তা দিয়েছি। ফ্যাসিস্ট সরকারের আক্রমণের শিকার হওয়া পেজ ও অ্যাকাউন্ট পুনরুদ্ধার করেছি। তবে এখন উপদেষ্টাদের অপসারণের দাবিতে আমরা আরও বৃহৎ আন্দোলনের দিকে অগ্রসর হব।”
সাইবার কমিউনিটির পক্ষ থেকে বলা হচ্ছে, যদি দাবি পূরণ না হয়, তাহলে সরকারি ওয়েবসাইট হ্যাকিংসহ আরও বড় ধরনের সাইবার হামলা চালানো হবে।