ব্যানারে শেখ হাসিনার ছবি রেখে বিতরণ! যা বললেন প্রধান শিক্ষক…

নোয়াখালীর চাটখিল উপজেলার পৌরএলাকার একটি স্কুলে দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার দিয়ে বই বিতরণ অনুষ্ঠান করা হয়েছে। এ ঘটনাটি ঘটেছে উপজেলার চাটখিল পৌরসভার ২নম্বর ওয়ার্ডের সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

বুধবার (১ জানুয়ারি) সকাল ১১টা থেকে নুতন বছরের বই বিতরণ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে বিদ্যালয়টির শিক্ষকদের পাশাপাশি আমন্ত্রিত অতিথিরাও উপস্থিত ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার ছবিযুক্ত ব্যানার ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক সমালোচনা,ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়।

বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া আফরোজ বলেন, ‘আমরা গত বছরের ব্যানার দিয়ে অনুষ্ঠান করেছি। যে কারণে এমনটা হয়ে গেছে।’

চাটখিল উপজেলার শিক্ষা অফিসার মোঃ আবদুল হান্নান পাটওয়ারি বলেন, ‘বই বিতরণে কোনো উৎসব বা অনুষ্ঠান করার নির্দেশনা ছিল না। বিগত প্রধানমন্ত্রীর ছবিসহ সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠানের বিষয় আমার কিছুই জানা নেই। বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’তবে বুধবার বিকেলে অপ্রত্যাশিত এ বিষয়ে কী ব্যাবস্হা নেয়া হয়েছে তা জানতে চেয়ে বার বার চেষ্টা করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

About admin

Check Also

নিকাব পরে টকশো ইস্যুতে মুখ খুললেন সারজিস আলম

মুসলিম নারীদের নিকাবের স্বাধীনতা নিয়ে হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *