গণপিটুনিতে সেলিম খান নিহত, আটক দীপু মনি

৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের দিন সাবেক মন্ত্রী দীপু মনির বাড়ি পুড়িয়ে দেন বিক্ষুব্ধ জনতা। গণপিটুনিতে নিহত হন ‘বালুখেকো’ সেলিম খান ও তার ছেলে নায়ক শান্ত খান। সরকার পতনের পর চাঁদাবাজির হাতবদল হয়। যা চাঁদপুরের জনগনকে হতাশ করে। বিদায়ী বছরের শুরুটা হয়েছিল আওয়ামী লীগের ডামি নির্বাচনের মধ্যদিয়ে। এরপর জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান। গত ৩ ও ৪ আগস্ট চাঁদপুরে শিক্ষার্থীদের ওপর গুলি ও লাঠিচার্জের ঘটনায় আন্দোলনে গতি বাড়ে। বৈষম্যবিরোধী আন্দোলনে ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে চাঁদপুরের ৩০ ছাত্র-জনতা নিহত হয়। এছাড়া বছরজুড়ে আলোচিত ঘটনার মধ্যে ছিল; জাহাজে সাতজন খুনের ঘটনা, অতিবৃষ্টি ও উজানের পানি নেমে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি, গ্রাহকের দুই কোটি ৫১ লাখ টাকা নিয়ে পূবালী ব্যাংক পিএলসি চাঁদপুর শহরের নতুন বাজার শাখা ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দীর উধাও হওয়ার ঘটনা।

‘বালুখেকো’ সেলিম খান গণপিটুনিতে নিহত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের এক দফা দাবি আদায়ের কর্মসূচিতে উত্তাল ছিল চাঁদপুর। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারে পতন পর উল্লাসে রাজপথে নামেন সর্বস্তরের জনতা। এ সময় চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের আলোচিত ‘বালুখেকো’ সেলিম খান ও তার ছেলে নায়ক শান্ত খান গণপিটুনিতে নিহত হন। এ ছাড়া কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদও গণপিটুনিতে নিহত হন। ফরিদগঞ্জে বিক্ষুব্ধরা থানায় হামলার চেষ্টাকালে পুলিশের গুলিতে শাহাদাত নামে এক ছাত্রনেতা নিহত হন।

ডা. দীপু মনি আটক
গণহত্যার ঘটনায় পালিয়ে বেড়ানোর পর আটক হন ফ্যাসিবাদী সরকারের সাবেক সমাজকল্যান মন্ত্রী ডা. দীপু মনি। ঢাকার বারিধারা ডিওএইচএস এলাকা থেকে দীপু মনিকে ১৯ আগস্ট সোমবার সন্ধ্যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল গ্রেপ্তার করে। গত ১৩ আগস্ট ঢাকার মোহাম্মদপুর থানার দায়ের করা একটি হত্যা মামলায় দীপু মনিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে দীপু মনি ও তার ভাইয়ের বিরুদ্ধে চাঁদপুরে নাশকতার মামলা হয়। ওই মামলার আসামি হিসেবে দীপু মনির বড় ভাই ওয়াদুদ টিপু ছাড়াও ৩৮২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ১২০০ জনকে আসামি করা হয়েছে।

দীপু মনি ২০০৮ সাল থেকে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ছিলেন। সবশেষ ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনে জয়ী চারবারের এ সংসদ সদস্য নতুন সরকারেও জায়গা পেয়েছিলেন। ছাত্র-জনতার তুমুল গণ আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অন্যান্য মন্ত্রী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মত দলের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনিও পলাতক ছিলেন না।

জাহাজে সেভেন মার্ডার
চাঁদপুরের হাইমচর ঈশানবালা মনিপুর টেক খালপাড় সংলগ্নে গত ২২ ডিসেম্বর সকাল ৮টা থেকে ২৩ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টার পর্যন্ত যে কোনো সময়ে জাহাজে সাতজন খুনের ঘটনা ঘটে । এমডি আল বাখেরা কার্গো জাহাজটি ২২ ডিসেম্বর সকাল ৮টায় চট্টগ্রাম কাফকো জেটি থেকে ইউরিয়া সার বোঝাই করে চাঁদপুর মেঘনা নদী হয়ে সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়ির উদ্দেশে রওনা হয়। জাহাজটিতে মাস্টারসহ ৯ জন স্টাফ ছিল। ২৩ ডিসেম্বর সকালে খুনের ওই ঘটনা সামনে আসে। এতে এমডি আল বাখেরা জাহাজের মাস্টার গোলাম কিবরিয়া, গ্রিজার সজিবুল ইসলাম, লস্কর মাজেদুল ইসলাম, শেখ সবুজ, আমিনুর মুন্সী, ইঞ্জিনচালক সালাউদ্দিন ও বাবুর্চি রানা কাজী খুন হন। এ ছাড়া গুরুতর আহত হন জাহাজের সুকানি জুয়েল।

২৫ ডিসেম্বর বাগেরহাটের চিলমারী থেকে র‌্যাবের হাতে আটক হয় জাহাজের খালাসি ইরফান। ওই দিন বিকেলে আদালতে সোপর্দ করলে ৭দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। সেখানেই তিনি আত্মগোপনে ছিলেন। বেতনভাতা, রাগ ও ক্ষোভের থেকে একাই খালাসি ইরফান সাতটি খুন করেন। সবাইকে ঘুমের ওষুধ রাতের খাবারের সঙ্গে মিশিয়ে খাওয়ান। এরপর পূর্বপরিকল্পনা অনুযায়ী জাহাজের মাস্টারকে হত্যার মধ্য দিয়ে শুরু হয় তার কিলিং মিশন। পরে ধরা পড়ার ভয়ে একে একে আরও ছয়জনকে সে হত্যা করে। আরেকজনকে একই কায়দায় আঘাত করলেও ওই সময় মৃত্যু নিশ্চিত হওয়ার মতো বড় আঘাত না হওয়ায় প্রাণে বেঁচে যান জুয়েল। তার শনাক্তের কারণেই চাঞ্চল্যকর সাত খুনের রহস্য উন্মোচিত ও খুনি চিহ্নিত হয়।

ভয়াবহ বন্যা
চাঁদপুরের ৬টি উপজেলায় অতিবৃষ্টি ও উজানের পানি নেমে বন্যা সৃষ্টি হয়। ২৩ আগস্ট থেকে বানের পানিতে চাঁদপুর সদর, হাইমচর, কচুয়া, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ এবং শাহরাস্তি উপজেলার লাখের বেশি মানুষ পানিবন্দি হন। ভারী বৃষ্টিতে জেলার পৌরসভা এবং ইউনিয়নের মধ্যে ৬৪টি স্থানে জলাবদ্ধতা ও প্লাবিত হয়। সবচেয়ে বেশি ফরিদগঞ্জ উপজেলায় মৎস্য, কৃষি ও প্রকৌশলী খাতে প্রায় ৭০ কোটি টাকা ক্ষতি হয়। জেলায় ৭ হাজার ২৩টি পরিবার পানিবন্দি এবং ১ লাখ ২১ হাজার ২৮৬ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়। ৬২টি ইউনিয়নের ১০ হাজার ৮০১টি পুকুর-দিঘি ও ৫৫টি ঘের মাছ ও পোনা ভেসে যায়। ৩২ হাজার হেক্টর জমির আংশিক এবং ১৮ হাজার ৭৫৩ হেক্টর জমির ধানের চারা নষ্ট হয়ে যায়। এতে সাড়ে ৪৫ হাজার কৃষকের প্রায় ৭৯ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়। এ ছাড়া কুমিল্লার লাকসামের ডাকাতিয়া নদী থেকে বন্যার পানি ঢুকে শাহরাস্তি, হাজীগঞ্জ ও সদর উপজেলার জনপদ ডুবে যায়।

ব্যাংক ম্যানেজার আড়াই কোটি টাকা নিয়ে উধাও
পূবালী ব্যাংক পিএলসি চাঁদপুর শহরের নতুন বাজার শাখার ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দীর বিরুদ্ধে দুই গ্রাহকের কাছ থেকে দুই কোটি ৫১ লাখ টাকা নিয়ে উধাওয়ের অভিযোগ উঠে। তিনি ৪ এপ্রিল ব্যাংক থেকে নিখোঁজ হন। অধিক মুনাফার কথা বলে কচুয়ার আশ্রাফপুর এলাকার দলিল লেখক মারুফের কাছ থেকে নেওয়া নগদ ৭৫ লাখ টাকা এবং ব্যবসায়ী ও ঠিকাদার আকবর হোসেন লিটনের কাছ থেকে কয়েক ভাগে নেন নগদ ১ কোটি ৭৬ লাখ টাকা। এ ঘটনায় ব্যাংকের ৮ কর্মকর্তাকে বদলি করা হয়।

ঘুষের টাকা গুনে নেওয়া ‘সুন্নত’
ঘুষের টাকা গুনে নেওয়া ‘সুন্নত’ বলায় হাজীগঞ্জ থানার এসআই মাহফুজুর রহমানকে বরখাস্ত হয়। একটি দোকানে বসে সাদা পোশাকে এসআই মাহফুজুর রহমানের ঘুষের টাকা গুনে গুনে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই ভিডিওতে তাকে ‘টাকা গুনে নেওয়া সুন্নত’ বলতে শোনা যায়। পরে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।

About admin

Check Also

নিকাব পরে টকশো ইস্যুতে মুখ খুললেন সারজিস আলম

মুসলিম নারীদের নিকাবের স্বাধীনতা নিয়ে হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *